ভোলা জেলায় ১২ ইউনিয়ন সহ ২৫০ টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা

সাব্বির আলম বাবু,ভোলা: প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ভোলা জেলার ১২ ইউনিয়নসহ ২৫০টিতে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোতে এ নির্বাচন হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করা হয়।

এর আগে সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় ভোলা জেলার ৪ উপজেলার ১২ টি ইউনিয়নসহ সহ ৮ বিভাগের জেলার উপজেলা মিলিয়ে মোট ২৫০ ইউনিয়ন পরিষদের চূড়ান্ত প্রার্থী ঘোষনা করা হয়।

এছাড়াও নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভার নির্বাচনের (ষষ্ঠ ধাপ) জন্য মেয়র প্রার্থীও মনোনীত করেছে দলটি। অবশিষ্ট ১২১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের নামের তালিকা শিগ্রই প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »