ভোলায় জেলা পুলিশের উদ্যোগে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ডেস্কঃ ভোলা জেলা পুলিশ কর্তৃক রেঞ্জ ডিআইজির বার্ষিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ ২০২১ রবিবার সকালে ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা পুলিশ লাইন্স মাঠে  মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় বার্ষিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক। কুচকাওয়াজের শুরুতে ডিআইজি মহোদয়কে ভোলা জেলায় আগমন উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ।

প্যারেড পরিদর্শনকালে ডিআইজি মহোদয় করোনাকালীন পুলিশের সাহসী ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে পুলিশ যে গণমানুষের বন্ধু হয়ে কাজ করতে পারে সে কথা ব্যক্ত করেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশকে অপ্রতিরোধ্য, সততা, স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠা ও কর্তব্য পরায়ন হওয়ার নির্দেশনা প্রদান করেন। কুচকাওয়াজ শেষে ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস পরিদর্শন করেন এবং পুলিশ লাইন্সের ২নং গেট এর শুভ উদ্বোধন করেন।

একই দিন দুপুরে সময় ভোলা সদর মডেল থানার নবনির্মিত  আধুনিক “নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক” এর শুভ উদ্বোধন করেন  মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়। এসময় উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা। “নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক” এর উদ্বোধন শেষে ডিআইজি মহোদয় একজন বয়স্ক ব্যক্তি ও একজন নারী সেবা প্রত্যাশির পারিবারিক সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ সমস্যার সমাধান করেন।

পরবর্তীতে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয় পুলিশ অফিস সম্মেলন কক্ষে  সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে অনুষ্ঠিত সকল থানা/পুলিশ ফাঁড়ি/তদন্তকেন্দ্রের ইনচার্জসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি অপরাধ পর্যালোচনা  সভায়  উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, তদন্তের মান উন্নয়ন, থানার সেবার মান বৃদ্ধি সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় ডিআইজি মহোদয়ের ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)  মোঃ রাসেলুর রহমান, সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন, সহকারি পুলিশ সুপার জনাব মোঃ সালমান হাসান, রেঞ্জ অফিস, বরিশাল, সহকারি পুলিশ সুপার ( শিক্ষানবিশ) দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার

( শিক্ষানবিশ) কপিল দেব গাইন, সকল  থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল ফাঁড়ি, পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা সম্পাদক /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »