হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শহীদ মহফিল হোসেন-শহীদ হাফিজ উদ্দীন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে সিলেট বিভাগের সম্মুখ সমরে প্রথম দুই শহীদ মহফিল হোসেন-  হাফিজ উদ্দীনের নামে আন্তঃ উপজেলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে নুরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়।

শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার,জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার।

বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, প্রবীন আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

এছাড়া ও আরো উপস্থিত ছিলেন – সাবেক ক্রীড়াবিদ সৈয়দ রিমেল আহমেদ, রাকিবুল হোসেন সান্টু, হাজী মিন্টু, এস এইচ টিটু কামরুজ্জামান আল রিয়াদ, মোঃ মামুন চৌধুরী, হাবিব মেহেদী। টুর্নামেন্ট শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসা, প্রাণ আরএফএল পাবলিক স্কুল, নুরপুর উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়,ও ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল অংশ গ্রহন করে।

এর মধ্যে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১৮ ওভারে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় সংগ্রহ করে ১২৯ রান। দলের পক্ষে তুষার ২৬ ও ধ্রুব ১৭ রান করেন। নুরপুর উচ্চ বিদ্যালয়ের বাবু ৩ উইকেট পান। জবাবে নুরপুর উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে বাবু সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেন। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষে রনি ৩টি উইকেট লাভ করেন। ১ ইউকেটে জয়লাভ করে নুরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়।

খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয় বাবু । ম্যান অবদি টূর্নামেন্ট নির্বাচিত হয় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের তুষার। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রপি তুলে দেন। খেলাটি পরিচালনা করেন- জামাল আহমেদ অনিক,আবু কায়েস,নজীর হোসেন,মামুনুর রহমান সোহাগ।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »