পিরোজপুর,জেলা প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে পুলিশ বাঁধায় ছাত্রদলের মিছিল পন্ড হয়ে গেছে। শনিবার (১৩মার্চ) দুপুরে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচীব তারিক আব্দুল্লাহ বাপ্পী জানান, গত ৬ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত নাজিরপুর উপজেলা সহ দু’টি ডিগ্রী কলেজের নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা দেয়া হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে শনিবার দুপুরে একটি মিছিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের সহস্রাধীক নেতা-কর্মী উপজেলা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে ওই কর্মসূচী সমাপ্ত করা হয়।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস