হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজার এলাকায় অবস্থিত ওমেরা সিলিন্ডার লিমিটেড ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। ফলে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফ্যাক্টরীটি।
শুক্রবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক জানান, ওমেরা সিলিন্ডার ফ্যাক্টরীতে হঠাৎ করেই আগুণের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে কি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান, ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতায় বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে ফ্যাক্টরীটি। তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান ও অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস