জেলা প্রতিনিধি ভোলা : ভোলা থেকে ফেরত পাঠানো হয়েছে ১৬ হাজার ২০০ ডোজ করোনা টিকা। নষ্ট হওয়ার আশঙ্কায় এসব টিকা ফেরত দিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেশের যেসব জেলায় টিকার চাহিদা রয়েছে সেখানে এসব টিকা সরবরাহ করা হবে বলেও জানানো হয়।
জানা গেছে, ভোলা জেলায় ৬০ হাজার ডোজ টিকা সরবরাহ হয়েছিল। এর মধ্যে গত ১১ মার্চ পর্যন্ত জেলার সাত উপজেলার ৩৩ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। এখনো এ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মাসের মধ্যেই আরও ১১ হাজার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ ব্যাপারে ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন, নষ্ট হওয়ার আশঙ্কায় আমরা ১৬ হাজার ২০০ ডোজ করোনা ভ্যাকসিন ফেরত পাঠিয়েছি। গত ৮ মার্চ বরিশাল স্বাস্থ্য বিভাগের কাছে এ টিকা হস্তান্তর করা হয়।
সিভিল সার্জন বলেন,আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে জেলায় করোনার ২য় ডোজ ভোলা এসে পৌঁছবে। তখন ২য় ডোজের কার্যক্রম শুরু হবে। ডা. সৈয়দ রেজাউল ইসলাম আরও বলেন, এ জেলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকায় করোনা টিকা দিতে মানুষের আগ্রহ কিছুটা কম, এমনটি হতে পারে। তবে করোনা সংক্রমণ রোধ ও টিকা নিতে মানুষকে সচেতন করতে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রচার চালাচ্ছে। গত এক বছরে জেলায় ১ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছেন ১২ জন।
সাব্বির আলম বাবু/ইবি টাইমস