হবিগঞ্জ প্রতিনিধিঃ চুনারুঘাটে ৪ কেজি গাঁজা,৫ বোতল ফেনসিডিল নিয়ে স্বামী স্ত্রী সহ ৩ জনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ মার্চ) চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে চুনারুঘাট থানার এসআই সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৪কেজি গাঁজা ও ৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলো রুস্তম আলী,পিতা শরিফ মিয়া,ও তার স্ত্রী খোদেজা আক্তার গ্রাম ধরমন্ডল,থানা নাসিননগর,জেলা বিবারিয়া ও রাকিবুল হোসেন রাকিব,পিতা জহুর হোসেন,গ্রাম টেকেরঘাট থানা চুনারুঘাট,জেলা হবিগঞ্জ।
এ দিকে আরেকটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, গনকিরপার গ্রামের বিল্লাল মিয়া নামে একজনকে ২কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, ও ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম বলেন, মাদকের বিরুদ্ধে চুনারুঘাট থানা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আটক মাদক চোরা-কারকারির বিরুদ্ধ মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দেয়ার হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস