করোনার ভ্যাকসিন গ্রহণের পর ২ জন নার্সের মৃত্যুর পর ভিয়েনায় ভ্যাকসিন গ্রহণে আতঙ্ক

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ মাধ্যম ভিয়েনার স্বাস্থ্য প্রশাসনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন,গত সপ্তাহে ভিয়েনায় প্রায় ১,০০০ হাজার মানুষ করোনার টিকাদান ভ্যাকসিন গ্রহণ কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও শেষ মুহুর্তে ফোন করে বিভিন্ন অজুহাতে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে ভ্যাকসিন গ্রহণ করেন নি।

ভিয়েনার সিটি কাউন্সিলর ফর হেলথ পিটার হ্যাকার (SPÖ) -এর মুখপাত্রের উদ্ধৃতিটি ভিয়েনার বহুল জনপ্রিয় ফ্রি মেট্রো পত্রিকা “Heute”ও এই তথ্য জানিয়েছেন। পত্রিকাটি জানিয়েছে,এই লোকজনদের মধ্যে কেউ কেউ তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছেন আবার অনেকে এমনিতেই আসেন নি। তবে ভিয়েনা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এতে ভ্যাকসিনের কোন ক্ষতিসাধন হয় নি। যারা আসেন নি তাদের ভ্যাকসিন ওয়েটিং লিস্টে বা একই অগ্রাধিকার গোষ্ঠীর লোকদের দেওয়া হয়েছিল।

মুখপাত্র সংবাদ সংস্থা এপিএ কে আরও জানান,ভিয়েনায় এই পর্যন্ত রেজিস্ট্রেশন করেও প্রায় শতকরা ৮% শতাংশ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেন নি। সংবাদদাতা এর কারন জানতে চাইলে মুখপাত্র বলেন,এর একটি বড় অংশ ফোন করে অসুস্থতার কথা জানিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে ভ্যাকসিন গ্রহণের পর ২ জন নার্সের মৃত্যু এবং একজন অসুস্থ হয়ে হাসপাতালে।ভর্তির ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।তবে মুখপাত্র জানান,প্রাথমিক তদন্তে ভ্যাকসিন গ্রহণের জন্য তাদের মৃত্যুবরণ হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য গত সপ্তাহে NÖ রাজ্যে করোনার প্রতিরোধের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর ৪৯ বছর বয়স্ক ১ জন নার্সের মৃত্যু ও এই সপ্তাহে Steiermark রাজ্যে ৩৮ বছর বয়স্ক আরেক জন নার্সের মৃত্যু হয়েছে। আরেক জন নার্স ফুসফুস রোগে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ।

মুখপাত্র আরও জানান,ভিয়েনায় এই পর্যন্ত ৫,৮৬,৪১৩ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ১,২৩,৬৯১ জন প্রথম ডোজ এবং ৫৮,৬৮৩ জন দ্বিতীয় ডোজ সহ ভ্যাকসিন গ্রহণ সম্পূর্ণ করেছেন। সমগ্র অস্ট্রিয়ায় এই পর্যন্ত ৬ লাখের উপর ভ্যাকসিন দেয়া হয়েছে।

এদিকে আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা জানিয়েছেন,ইউরোপীয় ইউনিয়ন মেডিসিন এজেন্সি (ইএমএ) তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে,অস্ট্রিয়ায় ভ্যাকসিন গ্রহণের পর নার্সের মৃত্যু বা অসুস্থতার কারণ হিসাবে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের টিকা দেওয়া হতে পারে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। সমগ্র ইউরোপে বিশেষ করে বৃটেনে লক্ষ লক্ষ মানুষ এই পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেছেন কিন্ত অনেকের সামান্য কিছু উপসর্গ দেখা গেলেও মৃত্যুবরণের ঘটনা ঘটেনি।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »