হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের রাজসুরত, লামাপুটিজুরী, ভবানীপুর, মিরের পাড়া, যাদবপুর, মন্ডল কাপন ও গুলগাও গ্রাম সহ পুরো উপজেলাজুড়ে গতকাল রাতে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে গাছপালা, বাড়ি ঘর ও এলাকার কৃষকদের বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
৯ মার্চ ভোর রাতে এ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে উপজেলার বিভিন্ন গ্রামের ঘরবাড়ি বিদ্যুৎ লাইনেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুটিজুরী ইউনিয়নের একাধিক কৃষকের স্বপ্নের ফসল রওয়াইল হাওরে বোরো জমিতে প্রচন্ড শিলা – বৃষ্টির কারনে অনেক ফসলি জমির ধানের চারাগুলো মাটিতে লুঠিয়ে পড়ে যায়। যার কারনে এলাকার কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
অন্যদিকে শত শত মানুষের বসত ঘরের টিনের চালা ছিদ্র হয় পড়ার কারনে অসহায় মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে। এই দুর্যোগ মোকাবেলায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস