হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন,কর্মজীবনে পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ৩ বছর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। তাই পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে হবিগঞ্জের পরিবেশ রক্ষায় বিশেষভাবে কাজ করতে চাই। ব্যক্তিগত কোন স্বার্থে নয় বরং সততা ও নৈতিকতা দিয়ে জনগণের জন্য কাজ করতেই আমাকে এখানে পাঠানো হয়েছে।
তিনি বলেন,ব্যক্তিগত প্রচার নয় বরং সরকারের উন্নয়ন কাজের প্রচারের জন্য সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ ব্যাপারে তিনি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তথ্য সরবরাহের প্রতিশ্রুতি দেন।
সোমবার (৯ মার্চ) হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমেদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (উপ সচিব) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজেন ব্যানার্জী। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (উপ সচিব) মর্জিনা আক্তার ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শাবান মিয়া, ইসমাইল হোসেন, রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, ইসমাইল হোসেন, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান, প্রথমআলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি শওকত চৌধুরী, ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, সংবাদিক আশরাফুল আলম কোহিনুর, জাকারিয়া চৌধুরী ও মীর আব্দুল কাদির প্রমূখ।
এছাড়া বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (উপ সচিব) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, ডেপুটি ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুজ্জাহের সহ জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোতাব্বির হোসেন কাজল ইবি টাইমস