ঝালকাঠিতে সৌহার্দ্যপূর্ণ নির্বাচনের কার্যক্রম শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং  অফিসারদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আগামী ১৮মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিল।

মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজ এর কাছ থেকে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড (হরিপাশা) সাধারণ সদস্য পদে একই এলাকার বর্তমান ইউপি সদস্য মো: ইদ্রিস গোলন্দাজ এর সাথে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মতিন তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ওয়ার্ডে ৮৬৪জন ভোটার রয়েছে।

এরা জানান,তারা বাড়ী থেকে একসঙ্গে এসেছেন এবং একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করে এক সঙ্গেই খেয়ে এক সঙ্গেই বাড়ী যাবেন। তবে তারা পৃথক পৃথকভাবে ভোটারদের কাছে ভোট চাইবেন। ভোটাররা যাকে পছন্দ করে তাকেই ভোট দেবেন। নির্বাচন নিয়ে এর বাইরে তাদের নিবার্চনকে কেন্দ্র করে কোন ধরনের রেষারেষি হবে না। তারা সহবস্থানে থেকে শান্তিপূর্ণ পরিবেশে  নিবার্চন করতে চান।

তাদের এই মনোভাবকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ বলেন,  এটাই নির্বাচনের সৌন্দর্য্য। আমরা সবাই এই ধরণের মনোভাব নিয়ে নির্বাচন আসলে নিবার্চনের বিউটি প্রকাশ পাবে।

বাধন রায় /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »