বিভিন্ন রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার পুনরায় বৃদ্ধির ফলে ৭ টি রাজ্য প্রশাসন বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। রাজ্য সমূহ হ’ল, Vienna, Burgenland,Kärnten Steiermark, Salzburg, Niederösterreich এবং Oberösterreich.
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা জানিয়েছেন যে,আজ থেকে Kärnten রাজ্যের Hermagor জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই রাজ্য থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেহ বাহিরে যেতে পারবে না। এই জেলায় গত ৭ দিনের সংক্রমণ প্রায় ৬০০ শতের উপরে।
আগামীকাল বুধবার থেকে Niederösterreich(NÖ) রাজ্যের Wiener Neustadt থেকে কাউকে করোনার নেগেটিভ সার্টিফিকেট ব্যতীত বাহিরে যেতে দেয়া হবে না বলে রাজ্য প্রশাসনের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন। এই জেলাতেও গত ৭ দিনের সংক্রমণ প্রায় ৬০০ শতের কাছাকাছি।
অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন,আজ অস্ট্রিয়ার Salzburg রাজ্যের Muhr im Lungau জেলাকেও কোয়ারানটাইন ঘোষণা করা হয়েছে। এই জেলায় গত ৭ দিনে প্রায় ১,৪৪৩ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।
Salzburg রাজ্যের গভর্নর উইলফ্রিড হাসলাউয়ার (ÖVP) বলেছেন,” নতুন সংক্রমণের সংখ্যা তীব্রভাবে বাড়ছে। এই জেলায় মিউটেশন ভাইরাসের প্রাদুর্ভাবও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কাজেই এই জেলা থেকে অনতিবিলম্বে কেহ করোনার নেগেটিভ সার্টিফিকেট ব্যতীত বের হতে পারবে না বলে জানিয়েছেন রাজ্য গভর্নর।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,৪১১ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩৭৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫০৫ জন,Steiermark রাজ্যে ৩৯৮ জন,OÖ রাজ্যে ৩২৩ জন,Salzburg রাজ্যে ২৩৪ জন, Kärnten রাজ্যে ২১৫ জন,Burgenland রাজ্যে ১৮৫ জন,Tirol রাজ্যে ১৩৭ জন এবং Vorarlberg রাজ্যে ৪০ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৭৯,৩৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,৭৫৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৪৭,০৪১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৩,৫৯৩ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৩৩৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৬১১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস