হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে উদ্ধারকৃত কামান বিধ্বংসী ১৮টি রকেট সেল ধ্বংস করা হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে গহীন অংশে সেনাবাহিনীর হেডকোয়ার্টার ১৭ ইনফ্রেন্টি ডিভিশনের এটিও ক্যাপ্টেন কাজী আরিফ ইশতিয়াক গালিব ও বোম্ব ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন মো. সায়েদ মাহমুদের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ দল এগুলো ধ্বংস করে।
এ সময় ৫৫ বিজিবি’র হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরীসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ১টা ৩৫ মিনিটে ৯টি ও বেলা ২টা ১৩ মিনিটে অবশিষ্ট ৯টি রকেট সেল ধ্বংস করা হয়।
২ মার্চ বিকেল থেকে ৩ মার্চ সকাল পর্যন্ত চলা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর অভিযানে এই ১৮টি কামান বিধ্বংসী রকেট সেল উদ্ধার করা হয়েছিল।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস