বর্তমান সরকারের কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে হবে- জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার মাসে হবিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে আমার ১ম কর্মদিবস হওয়ায় আমি খুবই ভাগ্যবান। কথাগুলো বলেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান। সোমবার বিকেলে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের সামনে সাংবাদিকদের তুলে ধরতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। সামাজিক দায়বদ্ধতা থেকেই দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকরা ভূমিকা রাখছে, এ ধারা অব্যাহত রাখতে হবে।

এছাড়াও নবাগত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করে। হবিগঞ্জ জেলা প্রশাসনের সুনাম অক্ষুন্ন রাখতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সকল শ্রেণী পেশার মানুষকে এক হয়ে কাজ করতে হবে।

এর পুর্বে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসকের কাছে হবিগঞ্জের প্রধান সমস্যা পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ অভিযান, জলাবদ্ধতা, সুতাং নদীর বর্জ্য, বাঁধ সংস্কার, অবৈধ বালু উত্তোলন, কৃষি জমিতে ইটভাটা স্থাপন, স্বাস্থ্যখাতে অনিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে নবাগত জেলা প্রশাসক পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি), বিজেন ব্যানার্জী, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »