হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে। রবিবার(৭ মার্চ) সকালে রেলওয়ে পাকিং এ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সুচনা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ পুষস্তবক অর্পন করে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব,শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার।
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রমা পদ দে, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক বীরমুক্তিযোদ্ধা সাজেন্ট আব্দুল আলী, শফিকুর রহমান,আকবর আলী, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান মোঃ নুরুল হক প্রমুখ।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস