পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রাম থেকে রোববার (০৭ মার্চ) সকালে সাব্বির হাওলাদার (২৫) নামের এক নির্মান শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে রাজপাশা গ্রামের সৌদি প্রবাসী আব্দুস সালাম হাওলাদারের ছেলে এবং এক সন্তানের জনক।
থানা পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সাব্বির হাওলাদার রাজধানীর একটি গার্মেসে চাকুরী করতেন। করোনা কালিন সময় বাড়ীতে এসে নির্মান শ্রমিকের কাজ শুরু করেন। শনিবার (০৬ মার্চ) রাত আনুমানিক ১২ টার দিকে সাব্বির ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে তার মা ওজু করতে গিয়ে বাড়ির পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ছেলের জুলন্ত মরদেহ দেখতে পান।পরে থানা পুলিশে খবর দেন।
পুলিশ রোববার (০৭ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে।ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মেহেদি হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ ইবি টাইমস