পিরোজপুর থেকে, জেলা প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনই ছিলো স্বাধীনতা সংগ্রামের ঘোষনা। বঙ্গবন্ধু সেদিন তার ভাষনে পরিস্কার ভাবে বলে দিয়েছেন ‘আপনাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন’। তাঁর সেদিনের ভাষনকে বিশ্বের বিস্ময় বলা হয়। তিনি সে দিন নিজের জীবন বাজি রেখে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।এমন নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। কিছু কু-চক্রী মহল তাঁর ঘোষনাকে বিকৃতি করতে চায়। কিন্তু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনে স্বাধীনতা সংগ্রামের সকল নির্দেশনা রয়েছে।
রবিবার পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৭ মার্চের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন হলরুমে রবিবার (০৭ মার্চ) জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুরিশ সুপার মোল্লা মো. আজাদ, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার প্রমুখ।
এ ছাড়া এ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, উপজেলার স্বাধীনতা মঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগী অনুষ্ঠিত হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস