সালেহ আকরাম, ঢাকাঃ বাংলাদেশকে এগিয়ে নিতে যে প্রত্যয় রয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে জ্ঞান অর্জন ও তার আদর্শ চর্চার মাধ্যমে দেশের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ।
রবিবার (৭ মার্চ) রাজার বাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সামাজিক-রাষ্ট্রীয় ঐক্য নিয়ে কাজ করতে হবে। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার পথ সহজ নয় মন্তব্য করে সবাইকে একসাথে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বেনজীর আহমেদ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন তিনি। বলেন, দরিদ্র পরিবারের সন্তান হিসেবে কষ্ট করেছেন। সেসময় ক্ষুধা-দারিদ্র্য নিয়তি হিসেবে মেনে নিয়েছিল তখনকার জনগণ। কিন্তু এখন দেশ এগিয়েছে, মানুষের জীবনমান বেড়েছে। সম্ভাবনাকে বাস্তব করতে ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মনে করেন আইজিপি।
অনুষ্ঠানে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সবকিছু সাবলীলভাবে বলে গেছেন। তরুন প্রজন্মের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, ৭ই মার্চের ভাষণের আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। পুলিশের প্রতি ইউনিট থেকে ঐতিহাসিক দিনটি উদযাপন করা হচ্ছে । মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে পুলিশের ইতিহাস ওতপ্রোত ভাবে জড়িত। এই অর্জনকে ধরে রাখতে হবে।
পুলিশ সদর দফতর (অপারেশনস) অতিরিক্ত আইজিপি মঈনুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার করে সব সময় বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না। পছন্দ না হলে দেশ ছেড়ে চলে যান। তলাবিহীন ঝুড়ি থেকে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। পুলিশ সদস্যদের প্রতি জনসাধারণের সাথে ভাল আচরন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান। ৭-ই মার্চের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশকে ভালোবেসে সবাইকে কাজ করতে হবে। বর্তমান করোনাকালীন সময়ে পুলিশ ফ্রন্টলাইন হিসেবে যে ভূমিকা রেখেছে তার প্রশংসা করেন তিনি।
চিত্রনায়ক আলমগীর বলেন, ৭ মার্চের ভাষণের সময় রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম আমি। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা পেরিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। বলেন, দেশ গড়ার ব্যাপারে আমি শব্দটা বাদ দিয়ে আমরা হতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ( ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম, বঙ্গবন্ধুর আত্মার শান্তির কামনা করেন। বাংলাদেশের যে অপ্রতিরোধ্য অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা বজায় রাখতে জঙ্গী নিয়ন্ত্রণসহ অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাবে বলেও জানান তিনি।
দেশব্যাপী ৬৬১টি থানায় ৭ মার্চের এ অনুষ্ঠান উদযাপন হয় ।
সালেহ আকরাম/ ইবি টাইমস /আরএন