সাভার প্রতিনিধি: সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি বলেছেন, স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের অযাচিত বাধার কারণে পঁচাত্তরের ১৫ আগস্টের পর আমরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাতে পারি নাই। তাঁর রুহের মাগফেরাতের জন্য মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করতে পারি নাই। এ কুচক্রী মহল ইতিহাসের পাতা থেকে স্বাধীনতার স্থাপতির নাম মুছে ফেলতে চেয়েছিলো। জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। কিন্তু বাংলার মানুষ ইতিহাস বিকৃতির সে চেষ্টা সফল হতে দেয়নি।
ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতি সংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রোববার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে সাভার মডেল থানা আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাভার পৌরসভার মেয়র এ কথা বলেছেন। সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলল্লাহিল কাফি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচর্য্য। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আল আমিন। সভা পরিচালনা করেন পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন।
মেয়র হাজি আব্দুল গণি বলেছেন, বঙ্গবন্ধু ২৩ বছর ধরে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে ১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর সেদিনের ডাকেই সাড়া দিয়ে দেশের মুক্তিপাগল দামাল ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। আজ তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশে অর্থনৈতিক মুক্তি এসেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলল্লাহিল কাফি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এরপর থেকে এ পর্যন্ত তাঁকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। আজ প্রাধনমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশের উন্নয়ন হবে।
মোঃ জীবন হাওলাদার/ ইবি টাইমস