ইউরোপ ডেস্কঃ আজ সকালে ভিয়েনার ৯ নাম্বার ডিস্ট্রিক্টের আলসারগ্রাউন্ডের নুসডরফার স্ট্রাসের একটি সিগারেট ও পত্র পত্রিকার দোকানে কর্মরত অবস্থায় প্রাক্তন বান্ধবীর গায়ে তরল দ্যাহ্য পদার্থ ঢেলে হত্যার প্রচেষ্টার সেই ৪৭ বৎসর বয়স্ক প্রেমিক সন্ধ্যায় পুলিশে ফোন করে নিজেকে ধরিয়ে দেয়।
ইতিপূর্বে পুলিশ তার টেলিফোন করার ঘন্টা খানেক আগে তার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করে সারা দেশে তার সন্ধান দেওয়ার জন্য জনসাধারণের কাছে আবেদন করেছিলেন। সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পর ভিয়েনার পুলিশ তাকে ধরিয়ে বা খোঁজ দেওয়ার অনুরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
ভিয়েনা পুলিশের মুখপাত্র বারবারা গাস সংবাদ সংস্থা এপিএ কে জানায় ভিয়েনা পুলিশ প্রশাসন তার ছবি প্রকাশ করার অল্প সময়ের পর পরই সন্ধ্যা ১৭:১৫ মিনিটে সে পুলিশের জরুরী নাম্বারে ফোন করে তার অবস্থান জানায় এবং আত্মসমর্পণ করার কথা জানায়।
মুখপাত্র আরও জানান,ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের Lobau থেকে পুলিশের স্পেশাল ফোর্স WEGA তার দেয়া ঠিকানা থেকে পুলিশের হেফাজতে নিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে এখন প্রাক্তন বান্ধবীকে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হবে। পুলিশ তাকে এখনও জিজ্ঞাসাবাদ করেনি,তাই এই হত্যা প্রচেষ্টার আসল কারন বা উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।
উল্লেখ্য যে,আজ শুক্রবার সকাল ১১:৪০ মিনিটে অভিযুক্ত ৪৭ বৎসর বয়স্ক অস্ট্রিয়ান অপরাধী ভিয়েনার ৯ নাম্বার ডিস্ট্রিক্টের একটি সিগারেটের দোকানে কর্মরত অবস্থায় তার ৩৫ বৎসর বয়স্ক প্রাক্তন বান্ধবীর শরীরে আকস্মিক তরল দ্যাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যেই মহিলার সারা শরীরে আগুন ধরে যায়। তাছাড়াও সিগারেটের দোকানে থাকা পত্র পত্রিকাতেও আগুন ধরে সমগ্র দোকানেই ছড়িয়ে পড়েছিল। ফলে অগ্নিকাণ্ডে দোকানেরও ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। অগ্নিদগ্ধ মহিলা সারা শরীরে আগুন নিয়েই দোকানের বাহিরে এসে সাহায্যের জন্য চিৎকার করলে,উপস্থিত অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসেন।
পরবর্তীতে জরুরী ফোন পেয়ে কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে পুলিশের উপস্থিতিতে আহত অগ্নিদগ্ধ মহিলাকে এ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পুলিশের মুখপাত্র বারবারা গাস আরও জানান, অগ্নিদগ্ধ মহিলার শরীরের অনেকাংশ পুড়ে যাওয়ায় তিনি এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে বিশেষ আইসিইউতে আছেন।
আজ অস্ট্রিয়ায় বিশেষ করে রাজধানী ভিয়েনায় বিকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জাতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,মাত্র কয়েক ঘণ্টায় ভিয়েনায় প্রায় ৭৫ জনকে করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অপরাধে অর্থ জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য যে,অস্ট্রিয়ার করোনার বিধিনিষেধ বিরোধীরা শুক্রবার সন্ধ্যা ৬ টায় “মাস্কমুক্ত”সুপারমার্কেটে কেনাকাটার ঘোষণা দিয়েছিল। অবশ্য অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্রণালয় করোনার বিধিনিষেধ লঙ্ঘনের জন্য জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,৬৬৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৮১৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫৮০ জন,OÖ রাজ্যে ৪১১ জন, Salzburg রাজ্যে ২৩৩ জন,Kärnten রাজ্যে ১৭১ জন, Steiermark রাজ্যে ১৫৫ জন,Tirol রাজ্যে ১২৭ জন, Burgenland রাজ্যে ১০০ জন এবং Vorarlberg রাজ্যে ৭৭ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন মোট ৪,৭০,৩১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,৬৬৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৩৯,১০১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২২,৫৪৪ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩২৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৪২১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস