ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিম আব্দুল্লাহ (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ৪নং চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র তসলিম আব্দুল্লাহ উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের প্রবাসী আল-আমীন ফকিরের ছেলে।
নিহতের মামা মো. নাজমুল শাহাদাৎ বাবু জানান, তার ভাগ্নে তাসলিমের বাবা বিদেশ থাকার কারনে তারা পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গত ৪ দিন আগে সে উপজেলার ৪নং চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মামা বাড়িতে বেড়াতে আসে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার মামা বাড়ির পাঞ্জেখানা মসজিদের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত: বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।সে ঢাকা একটি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা্ক্তার আরিফা সুলতানা জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস