ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে শুরু হচ্ছে মাস ব্যাপি বিসিক শিল্প মেলা। এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিসিক শিল্প নগরী এলাকায় এই মেলা অনুষ্ঠিত হবে। ক্ষুদ্র ও মাঝারী এবং মাইক্রো কেডিট সংশ্লিষ্ট ৭০টি স্টলে উৎপাদিত পন্য প্রদর্শণ ও বিক্রি করা হবে।
ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি সালেহ উদ্দিন আহম্মেদ সালেক, ডেপুটি ম্যানেজার বিসিক শাফাউল শরীফ, জিএম-পল্লি বিদুৎ ও শিক্ষা স্বাস্থ্য ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কবির আহমেদ /ইবি টাইমস