ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনার বিধিনিষেধ বিরোধীরা আগামী শুক্রবার ৫ ই মার্চ অস্ট্রিয়া বিভিন্ন সুপারমার্কেট,শপিংমল সহ সকল কেনাকাটায় মাস্ক না পরার ঘোষণা দিয়েছে।
অষ্ট্রিয়ার সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই রকম পোস্ট ভাইরাল হতে দেখা গেছে। তাদের পোস্টে বলা হয়েছে,সরকারের করোনার বিধিনিষেধের প্রতিবাদে সকলে সমগ্র অস্ট্রিয়ার সুপার মার্কেটে সন্ধ্যা ৬ টায় (১৮:০০) মাস্ক পড়া ব্যতীত কেনাকাটা করতে যাবেন।
এপিএ জানায়, মাস্ক বিরোধী এবং কোভিড বিধিনিষেধ অস্বীকারকারীরা শুক্রবার সন্ধ্যা ৬ টায় অস্ট্রিয়া জুড়ে সুপারমার্কেটে “মাস্কমুক্ত” শপিংয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আহবান করেছে অস্ট্রিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সে বিষয়ে অবগত আছেন। ইতিমধ্যেই অস্ট্রিয়ার সংবিধান রক্ষা ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ফেডারাল অফিস (বিভিটি) এই গোষ্ঠীর সমস্ত দিক তদন্ত শুরু করেছে এবং সংগঠনটি উগ্রবাদী গোষ্ঠীগুলির সাথে সম্পর্কিত বলে অস্বীকার করা যায় না। পুলিশ প্রশাসনকে এদের প্রপাঘান্ডা প্রতিহত ও কঠোরভাবে বিধিনিষেধ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই অস্ট্রিয়ার বিভিন্ন সুপারমার্কেটের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনার বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেহ সুপারমার্কেট FFP2 মাস্ক ব্যতীত প্রবেশ করলে সুপারমার্কেট কর্তৃপক্ষকে দ্রুত পুলিশে ফোন করতে বলা হয়েছে। প্রেস নোটে আরও বলা হয়েছে সেদিন সমগ্র দেশে অতিরিক্ত পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে এবং কাউকে এফএফপি২ মাস্ক পড়া ব্যতীত সুপারমার্কেট ধরতে পারলে তাৎক্ষণিক €৯০ ইউরো জরিমানার কথা বলা হয়েছে।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে SPAR সুপারমার্কেট গ্রুপের এক মুখপাত্র আজ জানান,পুলিশ প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং পুলিশ সেদিন টহল জোরদার এবং সুপারমার্কেট সমূহের আশেপাশেই অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে Rewe গ্রুপ (Billa,Penny Merkur) এর এক মুখপাত্রও সংবাদ সংস্থাকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয়ের কথা জানান।
এদিকে আজ অস্ট্রিয়ার স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্রণালয়ের নিয়মিত করোনার প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার থেকে বুধবার ২৪ ঘন্টায় সংক্রমণ সনাক্ত প্রায় দ্বিগুণ বলে উল্লেখ করা হয়েছে। গত সোমবার সরকারের নীতিনির্ধারকদের সাথে রাজ্য গভর্নরদের বৈঠকের পর করোনার সংক্রমণের বিধিনিষেধ আঞ্চলিক জেলা ভিত্তিক বিস্তারের সংখ্যার উপর নেওয়ার কথা বলা হয়েছে। অস্ট্রিয়ায় গত ৭ দিনের গড় সংক্রমণ ২,১৩৫ জন।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,৫৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২০ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৬৯০ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৬০৩ জন,OÖ রাজ্যে ২৯০ জন,Steiermark রাজ্যে ২৮২ জন,Kärnten রাজ্যে ১৯২ জন,Salzburg রাজ্যে ১৫৬ জন,Tirol রাজ্যে ১৭১ জন,Burgenland রাজ্যে ১৩৫ জন এবং Voralberg রাজ্যে ৩৪ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৬৫,৩২২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,৬২৫ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৩৫,৬৬৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২১,০২৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩১৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৪১৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।