বাংলাদেশ ডেস্কঃ দক্ষিণ বাংলা হারালো একজন বরেণ্য শিক্ষাবিদ । জাতি হারালো এক অমূল্য শিক্ষাসম্পদ ।
বরিশাল বি এম কলেজ,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, বরিশাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিনেট সদস্য, বরিশাল শিক্ষা বোর্ড বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বোর্ড সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, ভোলার লালমোহন মহিলা কলেজ, বরিশাল বি এড কলেজ সহ অসংখ্য প্রতিস্ঠানের প্রতিস্ঠাতা প্রফেসর মোঃ হানিফ পাড়ি দিয়েছেন সেই ঠিকানায়, যেখান থেকে আর কেউ কোনো দিন ফিরে আসে না।
রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারী ২০২১ রাত ১০ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
তার মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রফেসর মোঃ হানিফ এর ১ম জানাযার নামাজ ২ ফেব্রুয়ারি যোহরবাদ বি এম কলেজ মাঠ এবং ২য় জানাজার নামাজ আছরবাদ মুসলিম গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে অনুস্ঠিত হয়।
দ্বীপজেলা ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামে জন্মগ্রহণকারী প্রফেসর হানিফ লালমোহন উপজেলার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন হাইস্কুলের সাবেক ছাত্র ও শিক্ষক ।
দক্ষিণ বাংলার বাতিঘর খ্যাত এই বরেণ্য শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, বাংলাদেশ মিডিয়া ক্লাব ইন অস্ট্রিয়ার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, অস্ট্রিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি কবি রিপন শান, সম্পাদক রফিক সাদী, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা, ভোলার কণ্ঠ ডটকম ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম সাকিব প্রমুখ ।
শোক প্রকাশ করেছে- অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব, ইউরো সমাচার এবং ইউরো বাংলা টাইমস পরিবার, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, ভোলা জার্নালিস্ট ফোরাম ঢাকা, ভোলা ডেভলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, লালমোহন মডেল হাইস্কুল এলামনাই এসোসিয়েশন, লালমোহন ফাউন্ডেশন ঢাকা, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শান ফাউন্ডেশন, সিরাত ফাউন্ডেশন, আলোর দিশারী, গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
রিপন শান,ব্যবস্থাপনা সম্পাদক /ইবি টাইমস