গ্রীসে বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রীস নব গঠিত কমিটি ঘোষিত

এথেন্স (গ্রীস) : আদি সভ্যতার দেশ গ্রীসে দীর্ঘ তিন যুগ ধরে বাংলাদেশী প্রবাসিদের বসবাস। নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রবাসী বাংলাদেশিরা বস্ত্র  শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক ভাবে একটি অর্থনৈতিক সম্মৃদ্ধির লক্ষ্যে গার্মেন্টস শিল্প গড়ে তোলে।

এ শিল্পের প্রসারে প্রবাসী বাংলাদেশিরা একদিকে গ্রীসের অর্থনীতি কে শক্তিশালী করার ক্ষেত্রে যেমন অবদান রেখে চলছে তেমনি ভাবে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক হারে দেশে রেমিট্যান্স প্রেরণে সহায়ক হচ্ছে। গ্রীসের বড় বড় সুপারমল সমূহের দিকে খেয়াল করলে চোখে পড়ে বাংলাদেশীদের তৈরি সকল বস্ত্র। সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যেও থেমে নেই গ্রীস প্রবাসী বাংলাদেশিদের গার্মেন্টস খাতের এগিয়ে চলা।

বিশেষজ্ঞ মহলের মতে বাংলাদেশ সরকারের সুদৃষ্টি পেলে গ্রীসে গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে আরো বৈপ্লবিক ভাবে শিল্প বিপ্লব সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কর্মসৃষ্টি হবে বলে জানান।

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাবেক সফল সভাপতি গোলাম মাওলা জানান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রীস সরকারের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা গেলে কিছু আইনের বিধি বিধান সহজতর করা গেলে গ্রীস প্রবাসী বাংলাদেশিরা বর্হিবিশ্বে গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক ভাবে সফলতার নজির সৃষ্টি করতে সম্ভব হবে।

তিনি আরো বলেন,গার্মেন্টস মালিকদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক হারে উৎসাহিত করা গেলে যেমন দেশে সিআইপির মত গুরুত্বপূর্ণ মর্যাদার আওতায় আনা হলে  এ খাতে সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি উজ্জীবিত হতো বলে কমিউনিটির এ নেতা মনে করেন।

প্রবাসি বাংলাদেশি গার্মেন্টস মালিকদেরকে আরো সুসংগঠিত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি রবিবার সকল গার্মেন্টস মালিকদের উপস্থিতিতে বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রীস এর সাবেক সাধারণ সম্পাদক রকিব মৃধার নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়, উক্ত ১১ সদস্যের নির্বাচন কমিশনের সম্মতিক্রমে “বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রীস” এর ৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করেন। এই ৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী  রকিব মৃধা।

উক্ত ৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটিতে সভাপতি আব্দুল কুদ্দুস মাতুব্বার, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, ডিপটি সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আকমল  মাহমুদ স্বপন,কোষাধ্যক্ষ জিয়াউর রহমান মনির আগামী ৯০ কর্ম দিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে নব নির্বাচিত নেতৃবৃন্দরা জানান।

এ দিকে কোভিড ১৯ মহামারী পরিস্থিতি থেকে মুক্তির জন্য গ্রীস সরকারের চলমান কঠোর লকডাউনের মধ্যে এ খাতে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করতে কিছু টা বিঘ্ন ঘটায় উপস্থিত নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন। আগামী তে ভালো সময় আসবে এবং সব পক্ষের সাথে আরো ব্যাপক আলোচনা করতে সহজ হবে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান।

জহির উদ্দিন মিয়াজি/ইবি টাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »