ইউরোপ ডেস্কঃ আজ ভিয়েনায় অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর (প্রধানমন্ত্রী) সেবাস্তিয়ান কুর্জের নেতৃত্বে সরকারের নীতিনির্ধারকদের সাথে দেশের ৯ টি রাজ্যের গভর্নরদের সাথে এক উত্তপ্ত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন,সরকারের সাথে রাজ্য গভর্নরদের এই নির্ধারিত বিশেষ বৈঠক পরিকল্পিত সময়ের চেয়ে এক ঘণ্টারও বেশী সময় ধরে চলে। এর ফলে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ (এক ঘণ্টারও বেশী দেরিতে অস্ট্রিয়ার জন্য করোনার নতুন বিধিবিধান ঘোষণা করেন। শুরুতে তিনি বিভিন্ন আঞ্চলিক পরিস্থিতি উল্লেখ করে বলেন,”পূর্ব অস্ট্রিয়ায় বর্তমানে করোনার সংক্রমণ সবচেয়ে বেশী বৃদ্ধি পেয়েছে। তবে পশ্চিম অস্ট্রিয়ায় করোনার সংক্রমণের বিস্তার অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমের রাজ্য Vorarlberg এ রেস্টুরেন্ট সহ অন্যান্য ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট ও প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বৈঠকের পর সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ, স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনসকোবার,রাজ্য গভর্নর হারম্যান শ্যাটজেনহ্ফার , মার্কাস ওয়ালনার এবং মাইকেল লুডভিগ এক সাংবাদিক সম্মেলনে লকডাউন শিথিলতার রূপরেখা বিস্তারিত বর্ণনা করেন এবং উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। গ্যাস্ট্রনোমি, অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য ভোরারলবার্গে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়া সেখানে করোনা নেগেটিভ সনদ প্রদর্শন সাপেক্ষে রেস্টুরেন্ট,বার বাগান, স্কুল ক্রীড়া এবং সংস্কৃতি খোলার অনুমতি দেওয়া হয়েছে যদি সংক্রমণের পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে বাকী অস্ট্রিয়ায় আগামী ২৭ শে মার্চ থেকে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কুল ক্রীড়া, সমগ্র অস্ট্রিয়াতেই ১৫ ই মার্চ থেকে স্কুলের খেলাধূলার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রাপ্ত শিশুদেরও আবার একসাথে খেলাধুলা করার অনুমতি দেওয়া হয়েছে। তবে টুর্নামেন্টগুলি এখনও নিষিদ্ধ। বর্তমানে এখন সকল স্কুলেই নিয়মিত করোনার পরীক্ষা করা হচ্ছে। করোনার পর্যবেক্ষণ,অস্ট্রিয়ার যে সমস্ত জেলা সমূহে ৭ দিনের করোনার সংক্রমণ ৪০০ শতের বেশী,সেখানে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট, সমগ্র অস্ট্রিয়াতেই বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানাদি আগামী এপ্রিল মাসে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ বলেন,তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উন্নতির উপর।
আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৪০৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৪২১ জন,OÖ রাজ্যে ২১৫ জন,Steiermark রাজ্যে ১৫০ জন,Tirol রাজ্যে ৮৭ জন,Salzburg রাজ্যে ৬৮ জন,Burgenland রাজ্যে ৬৪ জন,Kärnten রাজ্যে ৪৫ জন এবং Vorarlberg রাজ্যে ৩২ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৬০,৮৪৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,৫৭৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৩২,০১৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২০,২৫৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৯০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩৫৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস