শীঘ্রই অস্ট্রিয়ায় আসছে রাশিয়ার তৈরী “স্পুটনিক ভি” ভাইরাসের ১০ লাখ ডোজ
অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ড রাজ্যও তাদের লকডাউন ১১ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে ইউরোপ ডেস্কঃ গতকাল অস্ট্রিয়ার সরকার প্রধানের কার্যালয় ফেডারাল চ্যান্সেলারির একটি সূত্র অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, অস্ট্রিয়ায় দশ লক্ষ রাশিয়ান “স্পুটনিক ভি” ভ্যাকসিন ডোজ সরবরাহের জন্য রাশিয়ার সাথে একটি নিবিড় চুক্তির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি…