হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান,শেষ ধাপে সিলেট বিভাগে একমাত্র হবিগঞ্জ পৌরসভায়ই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এ পৌরসভায় ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ৬ জন মেয়র, ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৭ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ পৌরসভায় মোট ভোট রয়েছে ৫০ হাজার ৯০৩টি।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস