হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আগামী ৩রা মার্চ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ম্যারাথন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান,হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার।
প্রস্তুতি সভার আলোচনায় অংশ গ্রহন করেন নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া,শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ ফায়ার সাভির্সের সহকারি স্টেশন মাস্টার গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাংবাদিক কামরুল হাসান, বাংলা টিভি প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, নাট্যকর্মী আহমেদ রাজু প্রমুখ।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস