শেষ সময়ে চরফ্যাসন পৌরসভার প্রার্থীদের দৌড়-ঝাপ

চরফ্যাসন ভোলা: চরফ্যাসন পৌর নির্বাচনের আর মাত্র ২ দিন বাকী, কে হাসবেন শেষ   হাসি। এজন্য উৎকন্ঠার শেষ নেই।  ভোটারদের বাড়ী বাড়ী উঠোন বৈঠক। ভোট প্রার্থনা সহ নানান প্রতিশ্রতি দিয়ে ভোটারদের মন জয় করাই এখন প্রার্থীদের কাজ ।

২৬ ফেব্রুয়ারী সকালে ৪ নং ওয়ার্ডের চকিদার বাড়ীর উঠোন বৈঠক করেছেন  কাউন্সিলর ডালিম মার্কা প্রার্থী শাহ মোহাম্মদ মঞ্জুর হোসেন হারুন। বেলায়েত মাষ্টারের সভাপতিত্তে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম মিয়া, আনছল হক, ইব্রাহীম খলিল সহ কয়েকজন মহিলা ভোটার ।

পৌরসভার ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর প্রার্থী ডালিম মার্কায় ভোট চেয়ে বলেছেন, মাদকমুক্ত, বিশুদ্ধ পানসহ ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতি দেন ।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর শ্রমিক লীগ নেতা মোঃ মফিজ তার প্রতীক পানির বোতল মার্কার উঠোন বৈঠক করেছেন। এ সময় কাউন্সিলর প্রার্থী মফিজ বলেন, সম্প্রতি আমার কর্মী আলমগীর বাতান সহ কয়েকজন কে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন বেদম প্রহার করে মাথা ফাটিয়ে দিয়েছে,  বর্তমানে তারা চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভোটারদের উদ্যেশে করে বলেন আমি আপনাদের কাছে এই বিচার দিলাম আপনারা ২৮ ফেব্রুয়ারী ব্যালেটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দিবেন।

১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক নাজু পন্ডিত সকালে কাইমুদ্দীন মোড়ের উঠান বৈঠক করেছেন। তার মার্কা উট পাখি। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ফরিদা পারভীন এর আনারস মার্কার গন সংযোগ করছেন ৩ নং ওয়ার্ডে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী শরীফ হোসাইন নারিকেল গাছ মার্কায় ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে  ভোট চাইতে দেখা গেছে। বিএনপির ধানের শীষ মেয়র প্রার্থী হুমায়ুন কবির সিকদার প্রচারনা ছাড়া কোন ধরনের উঠোন বৈঠক করেন নি। জাতীয় পার্টি প্রার্থী আছেন কি নাই কোন ভোটারই বলতে পারছেন না। কারন  জাতীয় পার্টি মার্কা ও লাগান নি। নৌকা মেয়র প্রার্থী মোঃ মোরশেদ এর সমর্থনে প্রতিদিন উঠোন বৈঠক ও গনসংযোগ চলে আসছে। এখন অপেক্ষার পালা কে হাসবেন শেষ হাসি।

জামাল মোল্লা/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »