রাশিয়া থেকে স্পুটনিক ভ্যাকসিন আমদানি ও উত্পাদন করতে অস্ট্রিয়া রাশিয়ার মধ্যে আলোচনা শীঘ্রই

ইউরোপ ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি মস্কো থেকে জানিয়েছেন,অস্ট্রিয়া তার দেশে করোনার ভ্যাকসিনের স্বল্পতা কাটিয়ে উঠতে রাশিয়ান ভ্যাকসিন আমদানি করতে ও নিজ দেশে উত্পাদন করতে আগ্রহ প্রকাশ করেছে।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছেন,অস্ট্রিয়া খুব শীঘ্রই রাশিয়ার সাথে স্পুটনিক ভি ভ্যাকসিন আমদানি ও উত্পাদনের বিষয়ে আনুষ্ঠানিক আলাপ আলোচনা শুরু করতে যাচ্ছে।

ক্রেমলিন থেকে রাশিয়ান সরকারের একজন মুখপাত্র এএফপিকে জানান,আজ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অস্ট্রিয়ান চ্যান্সেলর (সরকার প্রধান) সেবাস্তিয়ান কুর্জের সাথে এই ব্যাপারে ফোনে কথা হয়েছে। মুখপাত্র জানিয়েছেন,অস্ট্রিয়া রাশিয়ার করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি প্রথমে আমদানি ও পরে অস্ট্রিয়ার মাটিতে যৌথ উত্পাদন নিয়ে আলোচনায় একমত হয়েছেন।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস (RT) জানিয়েছেন,আজ শুক্রবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে,দুই দেশের সরকার প্রধান ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের বিস্তারের উদ্বেগ প্রকাশ ও এর প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাছাড়াও তারা অস্ট্রিয়ায় রাশিয়ান স্পুটনিক ভি ভ্যাকসিন সরবরাহের পাশাপাশি যৌথ উত্পাদন প্রতিষ্ঠার সম্ভাবনা সহ বিস্তারিত আলোচনা করেছেন।

উল্লেখ্য যে,গত দুই সপ্তাহ পূর্বে অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ ঘোষণা করেছিলেন ইইউর অনুমোদন পেলে অস্ট্রিয়া নিজ দেশে রাশিয়ার আবিষ্কৃত করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরী করতে প্রস্তুত আছে।

ক্রেমলিনের মুখপাত্র আরও জানান,অস্ট্রিয়ার সরকার প্রধানই প্রথম ফোন করে আগ্রহের কথা জানান। বর্তমানে অস্ট্রিয়ায় ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উত্পাদন ও সরবরাহে কিছুটা বিলম্ব হওয়ার কারনে ভ্যাকসিন প্রদান কর্মসূচী ঝিমিয়ে পড়েছে।

জার্মানি ও স্পেন সহ ইইউর বেশ কয়েকটি সদস্য দেশ বলেছে যে তারা রাশিয়ার ভ্যাকসিনের প্রতি আগ্রহী হবে যদি তারা ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায় এবং হাঙ্গেরি ইতিমধ্যেই তার দেশে রাশিয়া ও চীনের ভ্যাকসিন তৈরী করার অনুমতি নিয়ে নিয়েছে। রাশিয়া তার দেশে তৈরী স্পুটনিক ভি ভ্যাকসিনটি গত আগস্ট মাসে অনুমোদন দেয় এবং এই ভ্যাকসিন ৯২% এর উপরে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

রাশিয়ান ভ্যাকসিনটি এখনও পুরোপোরি ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পায় নি, তবে প্রতিবেশী হাঙ্গেরি এবং সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা সহ বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরীর ব্যাপক প্রস্তুতি সম্পন্ন ইতিমধ্যেই শেষ হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র জানিয়েছেন, ইইউর মধ্যে খুব শীঘ্রই রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি এর অনুমোদন দেয়া হবে। ইইউ আরও জানিয়েছে যে, বর্তমানে স্পুটনিক ভি ভ্যাকসিন অনুমোদনের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে রাশিয়ান কর্তৃপক্ষ থেকে।

আন্তর্জাতিক ভাবে বেশ জনপ্রিয় বৈজ্ঞানিক ও চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটের এক গবেষণায় রাশিয়ান ভ্যাকসিনটি করোনা  ভাইরাসজনিত সংক্রমণের প্রতিরোধে শতকরা ৯১.৬% কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,০৯৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৪৬১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫৫৩ জন,OÖ রাজ্যে ৩৬৪ জন, Kärnten রাজ্যে ১৮৮ জন,Salzburg রাজ্যে ১৬৮ জন, Steiermark রাজ্যে ১৩৯ জন,Tirol রাজ্যে ১০৪ জন,Burgenland রাজ্যে ৬৪ জন এবং Voralberg রাজ্যে ৫২ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৫৪,৮৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,৫১৫ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,২৭,২৫৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৯,০৮৮ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ২৫৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,২৮৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »