বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখেরও বেশি

corona

আন্তর্জাতিক ডেস্ক: গেল বছরের ৯ জানুয়ারি করোনায় চীনে প্রথম প্রাণহানির মধ্য দিয়ে যে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, মাত্র এক বছরের ব্যবধানে তা আজ ২৫ লাখ ৬ হাজারে পৌঁছেছে। আর আক্রান্ত ১১ কোটি ৩০ লাখের ওপরে।

করোনা মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা যুক্তরাষ্ট্রের। ওয়ার্ল্ডোমিটারের  সবশেষ তথ্যানুযায়ী, বিশ্বে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে সেখানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় পাঁচ লাখ ১৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত দুই কোটি ৮৯ লাখের ওপরে। যুক্তরাষ্ট্রের পরেই করোনায় নাকাল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় তৃতীয় হলেও শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার জনসংখ্যাবহুল দেশ ভারত। চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চমে যুক্তরাজ্য। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। তবে, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনায় মৃত্যু ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত ও মৃত্যু না থামলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের অবস্থা উন্নতির পথে বলে জানিয়েছে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা।

এদিকে, যুক্তরাষ্ট্রের তৃতীয় টিকা হিসেবে অনুমোদন পেতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ করোনা টিকা। একে নিরাপদ ও কার্যকরী বলে দাবি করেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন।

আন্তর্জাতিক ডেস্ক/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »