বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে গ্রাম আদালত: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রামঃ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত নামে সরকারের যে একটি আদালত আছে সে বিষয়েই গ্রামের মানুষ জানেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, বিচার ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও গ্রামের জনগণের মধ্যে বিচার কার্যক্রম নিয়ে হতাশা রয়েছে । গ্রামের বিচারিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সরকার গ্রাম আদালত প্রতিষ্ঠা করেছে। এর সুফল মানুষের কাছে পৌছাতে হবে।

তিনি বলেন, গ্রাম আদালত শক্তিশালী হলে মামলা যেমন কমে আসবে, তেমনি শহরমুখী হওয়ার প্রবণতাও হ্রাস পাবে। এরজন্য সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার মহানগরীর সার্কিট হাউজে গ্রাম আদালত আইন ও নারীবান্ধব গ্রাম আদালত সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক বদিউল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী,সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন ও চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যমকর্মীগণ ।

চট্টগ্রাম প্রতিনিধি /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »