ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টিডিয়ামে জেলা ক্রীড়া অফিসারের ব্যবস্থাপনায় মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলার ৪টি উপজেলা থেকে অনুর্ধ ১৫ বছর বয়সী ফুটবল খেলোয়ার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা থেকে ২৫জন এই বয়সী খেলোয়ারদের মধ্য থেকে বরিশাল বিভাগে প্রেরণের জন্য ৫জন খেলোয়ারকে প্রতিযোগীতা ভিত্তিক অনুশীলনের মধ্যে বাছাই করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে বরিশাল স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে এবং ৬ জেলা থেকে ৩৫ জন খেলোয়ারদের মধ্য থেকে ১৬জন খেলোয়াড়কে চুড়ান্তভাবে বাছাই করে বরিশাল বিভাগীয় দল গঠন করা হবে। ফুটবলে বিভাগীয় দলটি জাতীয় পর্যায়ে অনুন্য বিভাগের সাথে প্রতিযোগীতা করবে।
এ উপলক্ষে ঝালকাঠির জেলা প্রশাসক এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই কার্যক্রম পরিচালনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন স্বাগত বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে জেল ক্রীড়া সংস্থার সহসভাপতি তরুণ কর্মকার, সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ফুটবল প্রশিক্ষক মোশারেফ হোসেন, ক্রিকেট প্রশিক্ষক ও নির্বাহী কমিটির সদস্য মানিক রায় ও আনোয়ার হোসেনসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বাধন রায় /ইবি টাইমস