ঢাকা প্রতিনিধি: করোনার টিকা নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। গণটিকা কার্যক্রম শুরুর ১৬তম দিনে করোনার টিকা নিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের টিকা দিতে আসেন তিনি। তার স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও
এসময় টিকা নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলমত নির্বিশেষে সবার টিকা নেয়া উচিত বলে মন্নেতব্য করেন মির্জা আব্বাস। এসময় নিজের টিকা নেয়ার কারণ তুলে ধরার পাশাপাশি অন্যদেরকেও টিকা নিতে আহ্বান জানান বিএনপির এ নেতা।
এদিকে অনেকটা নির্বিঘ্নে টিকা নিয়েছেন সাধারণ মানুষও। অল্প সময়ে টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ, আর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিবন্ধিত ব্যক্তিদের টিকা দেয়ায় সমান গুরুত্ব দেন তারা। নিবন্ধনের পর টিকা নেয়ার তারিখের এসএসএম না পেয়ে হতাশাও ব্যক্ত করেছেন অনেকে।
ঢাকা প্রতিনিধি/ইবি টাইমস