আন্তর্জাতিক ডেস্ক: গুগল ও ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে প্রকাশিত সংবাদের ওপর কর আরোপ করে একটি আইন পাশ করেছে অস্ট্রেলিয়ার আইনসভা।
আইনটিতে অনলাইন মিডিয়ায় প্রকাশিত সংবাদের জন্য প্ল্যাটফরমগুলোকে নির্দিষ্ট অর্থ দিতে হবে। সারাবিশ্বে এ সংক্রান্ত এটাই প্রথম আইন। আইনটি পাশের প্রক্রিয়া শুরুর পরপরই প্রতিবাদ জানায় টেক জায়ান্ট গুগল ও ফেসবুক। অস্ট্রেলিয়া সরকারের সাথে দ্বন্দ্বের জেরে বেশ কিছু দিন অস্ট্রেলিয়ায় দেশটির সকল সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে ফেসবুক কর্তৃপক্ষ।
এদিকে, অস্ট্রেলিয়ার কনজুমার অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংবাদ প্রচারে অনলাইন প্ল্যাটফরমগুলোর একচেটিয়া প্রাধান্য থেকে মূল সংবাদ প্রকাশকদের বাঁচাতেই এই আইন করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে গুগল ও ফেসবুক। তারা বলছে, একচেটিয়া প্রাধান্য নয়, বরং মানুষকে সংবাদ খুঁজে পেতে সাহায্য করছে অনলাইন প্ল্যাটফরমগুলো। আইন সংশোধনে বেশ কয়েক দফায় অস্ট্রেলিয়া সরকারের সাথে দেন দরবারও চলে টেক জায়ান্ট দু’টির।
আন্তর্জাতিক ডেস্ক/ইবি টাইমস