খেতাব কেড়ে জিয়াউর রহমানকে খাটো করা যাবে না: মির্জা ফখরুল

ঢাকা: খেতাব কেড়ে নিয়ে জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করতে পারবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তজাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, জামুকার সিদ্ধান্ত কখনোই দেশের মানুষের কাছে গ্রহনযোগ্য হবে না। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা মানুষ ভুলে যায়নি। তিনি বলেন, জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ে আছেন ও থাকবেন।

সিঙ্গাপুরে টিকা দিয়েছেন কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, সিঙ্গাপুরে বিদেশীদের টিকা দেয়ার কোনো সুযোগ নেই। শরীরের অবস্থা কেমন প্রশ্ন করা হলে ফখরুল বলেন, এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। সিঙ্গাপুরে ১৪দিন কোয়ারেন্টাইনে থেকে তারপর ডাক্তারদের সঙ্গে দেখা করে সব পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

সদ্য প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ব্যংকের সাবেক গভর্ণর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে দেশে ফেরেন। বিমানবন্দরের টার্মিনালের হুইল চেয়ারে করে গাড়ির কাছে আসেন এবং হুইল চেয়ারে বসেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। গত ৩০ জানুয়ারি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব।  ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন ৭৩ বছর বয়সী ফখরুল ইসলাম আলমগীর । সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর তিনি সিঙ্গাপুর যান।

ঢাকা প্রতিনিধি/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »