ঢাকা প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় গেলে পিলখানায় নৃশংস হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত করে পূনর্বিচারের উদ্যোগ নেবেন তারা। ঘটনার নেপথ্যের শক্তিকেও রেহাই দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন রিজভী।
বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
২৫ ফেব্রুয়ারি পিলখানা সদর দফতরে সেনা হত্যার দিনকে জাতীয় শোক দিবস ঘোষনার দাবি জানান তিনি। বলেন, সেনা কর্মকর্তা হত্যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব খর্ব হয়েছে। এ হতাকান্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার দাবি জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ক্ষমতায় টিকে থাকতে সরকার ন্যায়নীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক আচরন করছে বলেও অভিযোগ করেন রিজভী।
ঢাকা প্রতিনিধি/ইবি টাইমস