আগামী মাসেই বাজারে আসছে জনসনের করোনা ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের টিকা নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন। পরীক্ষা-নিরীক্ষার পর মার্কিন ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, এফডিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, এক ডোজের এই টিকাটি নিরাপদ

এই স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রে জনসনের টিকার অনুমোদন পাওয়ার পথ প্রশস্ত হলো। কয়েক দিনের মধ্যে তা অনুমোদনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটি হবে দেশটিতে অনুমোদন পাওয়া করোনার তৃতীয় টিকা। একইসাথে, এটি অর্থসাশ্রয়ী এবং তা  রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।

জনসন অ্যান্ড জনসন বলেছে, আগামী মাসের মধ্যে দুই কোটি ডোজ টিকা সরবরাহ করার পরিকল্পনা রয়েছে তাদের। আগামী জুনের মধ্যে ১০ কোটি ডোজ টিকা সরবরাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি চুক্তির আওতায়  এ পরিকল্পনা হাতে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে সাড়ে ছয় কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দৈনিক ১৩ লাখের মতো মানুষকে টিকা দেওয়া হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে নতুন রোগী, হাসপাতালে ভর্তির হার ও করোনায় মৃত্যুর ঘটনা কম দেখা যাচ্ছে। তবে  করোনাভাইরাসের রূপান্তর এই অগ্রগতির জন্য এখনো হুমকি বলে সতর্ক করেছেন শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক ডেস্ক/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »