স্পেনের বিদায়ী রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন নেতারা

স্পেন থেকে, নিজস্ব প্রতিনিধিঃ স্পেনের  বিদায়ী  রাষ্ট্রদূত হাসান  মাহমুদ খন্দকার এবং হেড অব চেন্সরি ও মিনিস্টার হারুন-আল -রশিদ সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন নেতৃবৃন্দ । এ সময় তারা  নবনিযুক্ত মিনিস্টার ও কন্সুলার জেনারেল আব্দুর রউফ কেও তারা স্বাগত  জানান । রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার,স্পেনের  বাংলাদেশ এসোসিয়েশনের ভূয়শী প্রশংসা করে বলেন ,অত্যন্ত আন্তরিক নিষ্ঠা ও কমিউনিটি তে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে এ সংগঠন । বাংলাদেশ কমিউনিটিকে ঔক্যবদ্ধ এবং এক প্লাটফর্মে নিয়ে আসতে এই সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে ।

রাষ্ট্রদূত আরো বলেন ,তাঁর দায়িত্ব পালন  কালীন সময়ে এ এসোসিয়েশন ও কমিউনিটির নেতৃবৃন্দের  আন্তরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান । বাংলাদেশ এসোসিয়েশন নেতৃবৃন্দ রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এবং মিনিস্টার হেড অব চেন্সরি হারুন আল রশিদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । কন্সুলার সেবা জিরো টলারেন্স এ নিয়ে আসতে তাদের ভূমিকা অগ্রণী বলে মন্তব্য করেন ।

এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর নেতৃত্ব দেন সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর । বিদায়ী রাষ্ট্রদূত ও চেন্সরি হারুন-অর-রশীদকে উপহার সামগ্রী ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।

বকুল খান /ইবি টাইমস

 

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »