ইউরোপ ডেস্কঃ আজ বুধবার ২৪শে ফেব্রুয়ারী অস্ট্রিয়ার স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রতিদিনের নিয়মিত করোনার আপডেট দেয়ার সময় এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এই বিবৃতিতে অস্ট্রিয়ার কেহ বিচলিত হন নি। কেননা গত সপ্তাহে অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে, আগামী আরও কয়েক সপ্তাহ আমাদের দেশে করোনার সংক্রমণ আরও বৃদ্ধি পাবে।
তাছাড়াও গত রবিবার অস্ট্রিয়ার শীর্ষ ভাইরোলজিস্ট নরবার্ট নোভোটনি অস্ট্রিয়ার টেলিভিশন নেটওয়ার্ক “PLUS 4” এর সাথেএক সাক্ষাৎকারে বলেছেন, এই সপ্তাহে অস্ট্রিয়ায় করোনার দৈনিক নতুন সংক্রমণ ২,০০০ হাজারের উপরে থাকবে। তিনি অবশ্য বলেন,দৈনিক সংক্রমণ ২,০০০ হাজার থেকে ৩,০০০ হাজার পর্যন্ত থাকলে তেমন কোন ভয়ের কারন নেই কিন্ত এই সীমা অতিক্রম করলে দ্রুত বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এদিকে অস্ট্রিয়ান সরকার আগামী ১লা মার্চ করোনার পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংবাদ সংস্থা এপিএ। সরকারের বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন,সরকার দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই আগামী ১৫ই মার্চ থেকে রেস্টুরেন্ট,ফিটনেস সেন্টার ও ইন্ভোর স্পোর্টস ইভেন্টের খেলাধূলা ও প্রতিষ্ঠান সমূহকে পুন:রায় খোলার অনুমতি দিতে পারেন। তবে সব জায়গাতেই করোনার নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন বাধ্যতামূলক করারও ইঙ্গিত দিয়েছেন।
এদিকে আজ ভিয়েনার ফ্রি মেট্রো পত্রিকা Heute তাদের বিকালের অনলাইন প্রকাশনায় জানিয়েছেন, সরকার খুব জোরেসোড়েই এগুচ্ছেন রেস্টুরেন্ট, গ্যাস্ট্রোনমি, হোটেল,সংস্কৃতি ও খেলাধূলা বিভিন্ন সেক্টর পুন:রায় খুলে দিবে। অবশ্য আর ৫ দিন পর সরকার প্রধান চ্যান্সেলর (প্রধানমন্ত্রী) সেবাস্তিয়ান কুর্জ (ÖVP) ও স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার( Green) এর নেতৃত্বে সরকারের প্রতিনিধিরা দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ,রাজ্য গভর্নর,জাতীয় সংসদের বিরোধীদল ও সামাজিক অংশীদারদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।
এরমধ্যে আগামী শুক্রবার ২৬শে ফেব্রুয়ারীর সরকারের উপ প্রধান ভার্নার কোগলার (Green) ও স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার দেশের বিভিন্ন অপেশাদারী ক্লাবের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে বসবেন কিভাবে পুন:রায় আবার খেলাধূলায় ফিরে আসা যায় তা নিয়ে আলোচনার জন্য। সরকারের একটি সূত্র জানিয়েছেন,করোনার নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন বাধ্যতামূলক করে মার্চের মাঝামাঝি সময়ে সবকিছু খুলে দেওয়ার নির্দেশ দেয়া হতে পারে।
সরকারের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, করোনার সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে সরকার নজর রাখছে। ফেডারেল সরকার পূর্বেই আভাস দিয়েছিলেন যে,লকডাউন হালকা করার ফলে সংক্রমণের বিস্তার কিছুটা বাড়বে।
এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,০০৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৫৩৩ জন। বর্তমানে ভিয়েনায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৮৭৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩৫৫ জন,OÖ রাজ্যে ৩৩৭ জন,Steiermark রাজ্যে ২০১ জন,Kärnten রাজ্যে ১৪৯ জন,Tirol রাজ্যে ১৪৬ জন,Salzburg রাজ্যে ১৪২ জন,Burgenland রাজ্যে ৯৭ জন এবং Vorarlberg রাজ্যে ৪৬ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৫০,৩৭৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,৪৭০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,২৪,৩৪৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৭,৫৫৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৫৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩২৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস