বোরহানউদ্দিনে উসাসের সাহিত্য আড্ডা ও বই প্রদর্শনী

ভোলা প্রতিনিধিঃ ভোলার উপকূল সাহিত্য সংসদ (উসাস)’র উদ্যোগে পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে বোরহানউদ্দিন মনিরাম হাফিজ ইব্রাহীম কলেজের মহূয়া বৃক্ষতলায় জমাজমাট সাহিত্য আড্ডা ও বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডা ও বই প্রদর্শনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন কবি অর্ণব আশিক,হাওলাদার মাকসুদ,এম এস জালাল বিল্লাহ্, বোরহানউদ্দিন গ্রীণল্যান্ড হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার, সমাজসেবা কর্মকর্তা মো. নুরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস চন্দ্র দে, প্রভাষক জাকারিয়া আযম ও প্রবাসী সংগঠক হারুন অর রশীদ।

সভাপতিত্ব করেন, উসাস’র সহ-সভাপতি কবি মো. অলিউল্যাহ্ হাসনাইন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন, উসাস’র সাহিত্য সম্পাদক এরশাদ সোহেল। মহুয়া বৃক্ষতলার জমজমাট এ সাহিত্য আড্ডায় উসাস’র পর্যালোচনায় পুরস্কার ও সনদপ্রাপ্ত নবীণ ও প্রবীণ কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি। এতে অংশ নেন উসাস সহ-সভাপতি নুরুল আমিন, সাব্বির আলম বাবু. এরশাদ সোহেল, এইচ এম আরিফুল ইসলাম, মোহাম্মদ নোমান,টিটু মজুমদার, জাবের আল আব্দুল্লাহ, মো. মহিউদ্দিন ও মো. সিরাজুল ইসলাম।

দেশাত্মবোধক ও ইসলামী সংগীত পরিবেশন করে কুঞ্জেরহাট ইসলামী একাডেমীর ছাত্র সাকিব উল হাসান। মহুয়া বৃক্ষতলার ছায়াশীতল দৃষ্টিনন্দন পরিবেশে উপস্থিত কবি, লেখক ও আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে বোরহানউদ্দিনের মনিরাম বাজারের স্বনামধন্য ক্যাফে মাশরাফি। ইলশে নদীর তীরে অবস্থিত দ্বীপের শেকর সন্ধানী লেখকদের জমজমাট এ সাহিত্য আড্ডা ও বই প্রদর্শনীর অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উসাস’র সাধারণ সম্পাদক গাজী মো. তাহেরুল আলম।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যও রাখেন তিনি।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »