স্পেনের,বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বার্সেলোনা: ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরনে বার্সেলোনা শহীদ মিনার চত্বর প্লাসা মাগবায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।করোনা কালীন২০২১ সালের এই কঁঠিন সময়ে রাষ্টীয় নিয়ম বিধি- নিষেধ মেনে বিভিন্ন সংগঠন এর  নেতা নেত্রী সহ প্রবাসীরা ক্রমান্বয়ে শহীদ বেদিতে পুষ্পস্হবক অর্পন করেন। কিছু মুহুর্তের জন্য সবাই যেন ভুলে গেলেন পৃথীবিতে মহামারী বলতে কিছুই নেই। মনে গাঁথা আবেগ ভরা কন্ঠে “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি” গাইতে গাইতে ফুল দিয়ে ভরিয়ে তুলেন শহীদ মিনার।

বাংলাদেশ প্রেস ক্লাব ইন বার্সেলোনার প্রতিষ্ঠাতা সভাপতি ময়নুল আবেদীন শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পন করেন। সাথে ছিলেন প্রেস ক্লাবের নব নিযুক্ত সভাপতি  মহিউদ্দীন হারুন, সাধারন সম্পাদক ইকবাল বকসী । প্রতিবছরের মত এবার ও বাংলাদেশ এসোসিয়েশন ইন বার্সেলোনা সবাইকে নিয়ে শহীদ বেদীতে ফুল দেন ।

এ সময় উপস্হিত ছিলেন সংগঠনের ভার প্রাপ্ত সাধারন সম্পাদক সাব্বির আহম্মদ দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবর্গ । বন্ধু সুলভ মহিলা সংগঠন সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অনেক সংগঠন কে প্রতি বারের মত এবার ও ফুল দিতে দেখাযায়। বৈশ্বিক মহামারীর কারনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে সবাই ভাষা শহীদদের সম্মান প্রদর্শন করেন।

বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক সাব্বির আহম্মদ দুলাল বলেন, ভাষার জন্য এমন আত্মত্যাগ পৃথিবীর  ইতিহাসে বিরল। পাকিস্তানীদের হীন স্বার্থের বিপরীতে মাথা উছিয়ে প্রতিবাদ করে জীবন দেয়া এই বীরের ইতিহাসটি শুধু বাংঙ্গালী  জাতী নয় বিশ্ব জাতীর বুকে যেন খোদায় হয়ে গেল। তাই আজ এই অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মহিউদ্দীন হারুন /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »