চরফ্যাসন(ভোলা) : চরফ্যাসনে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ মোরশেদ মিয়া র পক্ষে শহরে গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট চাইলেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
এসময় মজনু মোল্লা গনসংযোগকালে বলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলামের অবিস্মরণীয় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেয়র পদে মোঃ মোরশেদকে ভোট দিয়ে সার্বিক উন্নয়নের সুযোগ দিন ৷
তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন৷ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন ও জনগনের সেবা করার সুযোগ দিন ৷ এসময় তার সাথে উপজেলা আওয়ালীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন মহাজন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ৷
মেয়র প্রার্থী চরফ্যাসন বাজারে ব্যবসায়ীদের বলেছেন, আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পৌর সভায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করা হবে। ভোটের বাকী রাত পোহালে ৬ দিন ।
সকল ভোটারদের ভোট কেন্দ্রে আসতে কোন ধরনের সমস্যা হবেনা বললেন নির্বাচন কর্মকর্তা মো রফিকুল ইসলাম। নির্ভয়ে ভোট দিতে পারবেন।
জামাল মোল্লা /ইবি টাইমস