আজ বিশ্ব “Slalom” ইভেন্টে অস্ট্রিয়ার ক্যাথারিনা লিয়েন্সবার্গার এর স্বর্ণ লাভ
ইউরোপ ডেস্কঃ ইতালির উত্তরের আল্পস পর্বতাঞ্চলের রাজ্য Bolzano এর কর্টিনায় ৮ – ২১ ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন বিশ্বকাপ টুর্নামেন্ট। এইবারের এই প্রতিযোগিতায় ৭০ টি দেশের ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। খেলা হতে দিন বাকী থাকতে আজ দিনের খেলা শেষে অস্ট্রিয়া ৫ টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পেয়ে মোট ৭ টি পদক পেয়ে টুর্নামেন্টের শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছে।
এইবার করোনার জন্য কোন দর্শকের খেলা দেখার অনুমতি দেয়া হয় নি। আজ টুর্নামেন্টের মেয়েদের মর্যাদাপূর্ণ ইভেন্ট “Slalom” এ Vorarlberg রাজ্যের মেয়ে ২৩ বৎসর বয়স্কা ক্যাথারিনা লিয়েন্সবার্গার প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেন। লিয়েন্সবার্গারের এই টুর্নামেন্টে এটি দ্বিতীয় স্বর্ণ পদক লাভ। তিনি ইতিপূর্বেও অন্য একটি ইভেন্টেও স্বর্ণ পদক লাভ করেছেন।
প্রথমবারের মত বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে দুইটি স্বর্ণ পদক জয়লাভের পর ক্যাথারিনা লিন্সবার্গার জার্মানির TV নেটওয়ার্ক RTL এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, জীবনের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ গ্রহণ করে ২ টি স্বর্ণ পদক লাভ করে আমি সত্যিই অভিভূত,আনন্দিত এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য RTL টিভি নেটওয়ার্ক অস্ট্রিয়ার Voralberg রাজ্যের মেয়ে ক্যাথারিনা লিন্সবার্গারকে এইবারের টুর্নামেন্টে ‘কর্টিনার রাণী’হিসাবে আখ্যায়িত করেছেন।
আজকের দিনের খেলা শেষে পদক তালিকা নিম্নরূপ:
দেশ স্বর্ন রৌপ্য ব্রোঞ্জ মোট
১.অস্ট্রিয়া ৫ ০ ২ ৭
২.সুইজারল্যান্ড ৩ ১ ৫ ৯
৩. ফ্রান্স ২ ১ ২ ৫
৪.যুক্তরাষ্ট্রে ১ ১ ২ ৪
৫.ইতালি ১ ১ ০ ২
৬.নরওয়ে ১ ০ ০ ১
৭.জার্মানি. ০ ৩ ১ ৪
৮.স্লোভাকিয়া ০ ২ ০ ২
৯.সুইডেন ০ ১ ০ ১
১০.ক্রোয়েশিয়া ০ ১ ০ ১
কবির আহমেদ /ইবি টাইমস