হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে শায়েস্তাগঞ্জের ‘নতুন ব্রিজ’ শুধু জেলাতেই নয়, জেলার বাইরের মানুষের কাছেও পরিচিত নাম। কিন্তু ব্রিজটিকে ঘিরে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া দেখা পাওয়া যায়নি। এবার ব্রিজটিকে দৃষ্টিনন্দন করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশ। ‘নতুন ব্রিজ’ এর অবস্থান শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে।
ব্রিজটিকে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। অবৈধ স্থাপনাগুলো মহাসড়ক থেকে ১০০ গজ দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন ব্রিজ গোল চত্বর ভেঙে গড়ে তোলা হচ্ছে ফুলের বাগান। এতে একদিকে জায়গাটি যানজট মুক্ত হচ্ছে, অন্যদিকে মনোরম পরিবেশে বেড়ানোরও সুযোগ পাবেন আগন্তুক। এ ছাড়া বাসের জন্য অপেক্ষমান যাত্রীদেরও অবকাশেরও স্থান করা হবে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে এরই মধ্যে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা সরানোর কার্যক্রম শুরু হয়েছে। মাস খানেকের মধ্যেই যানজট মুক্ত ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে ‘নতুন ব্রিজ’।
মোতাব্বির হোসেন কাজল, /ইবি টাইমস