অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পুন:রায় করোনার ঝুঁকিপূর্ণ “লাল জোনে”- করোনা কমিশন

ইউরোপ ডেস্কঃঅস্ট্রিয়ার করোনা ট্র্যাফিক লাইট কমিশন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে রাজধানী ভিয়েনাকে পুনরায় করোনার সংক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ লাল জোন ঘোষণা করেছেন। মাত্র গত ২ সপ্তাহ পূর্বে ভিয়েনাকে লাল জোন থেকে কমলা জোনে স্থানান্তরিত করা হয়েছিল কিন্ত গত এক সপ্তাহে ভিয়েনা তা ধরে রাখতে পারে নি।

ইইউর সিদ্ধান্ত অনুযায়ী কোন অঞ্চলে প্রতি ১,০০,০০০ লক্ষ জনপদে যদি ১০০ শত জন করোনায় আক্রান্ত হন, তাহলে সে অঞ্চল,রাজ্য বা শহরকে সংক্রমণের সর্বাধিক ঝুঁকিপূর্ণ “লাল জোন” চিহ্নিত করার কথা বলা হয়েছে। ভিয়েনা রাজ্যে এখন প্রতি ১,০০,০০০ লাখ জনপদে সংক্রমিত আছেন ১২২ জন। করোনা ট্র্যাফিক লাইট কমিশন Oberösterreich (OÖ) রাজ্যকে কমলা জোনেই রেখেছেন। উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার এই রাজ্যটিকে লাল জোন থেকে কমলা জোনে স্থানান্তরিত করা হয়েছিল। এই রাজ্যে এখন প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত ৮৫.৫ জন। অস্ট্রিয়ার মধ্যে দক্ষিণের রাজ্য Steiermark রাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ। এই রাজ্যে এখন প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত ১৫৮.৯ জন।

গতকাল অস্ট্রিয়ায় করোনায় নতুন করে  সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৯৬৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২ জন। গত ৭ দিনে অস্ট্রিয়ার গড় সংক্রমণ লিপিবদ্ধ হয়েছে ১,৫২৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৪০৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩৮২ জন,OÖ রাজ্যে ৩৫৯ জন, Steiermark রাজ্যে ৩৫৭ জন,Kärnten রাজ্যে ১৪০ জন,Tirol রাজ্যে ১২৮ জন,Salzburg রাজ্যে ৯৩ জন, Burgenland রাজ্যে ৫৫ জন এবং Voralberg রাজ্যে ৪৪ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৯,৮৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,৩১২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,১৬,৪৬৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৫,০৯৮ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ২৫৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩০৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »