ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উপলক্ষে বিভিন্ন বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মো. জোহর আলির সভাপতিত্বে সমন্বয় সভায় বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়র ব্যাটলিয়নের সিও লে. কর্নেল ফাওফিক ও মেজর শাহেদুজ্জামানসহ অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্ভাব্য আগামী ২৮ ফেব্রুয়ারী ঝালকাঠি জেলা সদরে ৪টি উপজেলার ১২ হাজার লোকের সমন্বয় ৫কি. মি. মেরাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে। অংশগ্রহনকারীদের অনলাইনে রেজিস্টেশন করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় অনলাইনে আবেদনের লিংক ও এ্যাপ পাওয়া যাবে।
বাধন রায় /ইবি টাইমস