কবি জীবনানন্দ দাশকে স্মরণ করেছে জাতীয় কবিতা পরিষদ বরিশাল

নিউজ ডেস্কঃ প্রেম ও প্রকৃতির কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) কে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেছে জাতীয় কবিতা পরিষদ বরিশাল।

বোধ বিনির্মানের কবি,রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর ১২২তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ,বরিশাল এর  আয়োজন “কবি স্মরণ ” অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।

১৭ ফেব্রুয়ারি, ‘২১ বুধবার সকাল ৯ টায় জীবনানন্দ দাশ সড়কস্থ জীবনানন্দ অঙ্গনে । আলোচনা,কবির কবিতা এবং স্বরচিত কবিতা পাঠ  নিয়ে এক স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত  আয়োজনে সংগঠনের সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায়  আলোচনা করেন কবি তপংকর চক্রবর্তী, কবি নজমুল হোসেন আকাশ, কবি আসমা   চৌধুরী, কবি অপূর্ব গৌতম, সংস্কৃতিজন মুকুল দাস,অধ্যাপক বিমল চক্রবর্তী ,ছড়াকার মকবুল হোসেন, কবির কবিতা আবৃত্তি করেন কবি কাজী সেলিনা,গল্পকার কামরুন্নাহার মুন্নী, স্বরচিত কবিতা পাঠ করেন কবি সব্যশাচী সেনগুপ্ত, কবি শোভন কর্মকার কৃষ্ণ,কবি রিয়াজ আহমেদ, কবি আব্দুর রহমান ।

এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল হক নিলু সহ আরো অনেকে। আলোচনায় বরিশালে একটি বইমেলা সহ  জীবনানন্দ উৎসব নিয়মিত আয়োজনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

রিপন শান,ব্যবস্থাপনা সম্পাদক /ইবি টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »