ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ায় শ্রমমন্ত্রী মার্টিন কোচার(ÖVP)এক সাংবাদিক সম্মেলনে বলেন,সরকার করোনার জন্য চলমান স্বল্প সময়ের কাজের মডেলটি আগামী জুন মাসের শেষ পর্যন্ত অর্থাৎ আরও ৩ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান স্বল্প সময়ের কাজটি আগামী ৩১শে মার্চ শেষ হওয়ার কথা ছিল।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,শ্রমমন্ত্রীর এই ঘোষণার পূর্বে মন্ত্রীপরিষদের বৈঠকে স্বল্প সময়ের কাজ আরও ৩ মাস বাড়ানোর সিদ্ধান্ত সর্ব সম্মিতিতে গৃহীত হয়। এখানে উল্লেখ্য যে,স্বল্প সময়ের কাজ বা সর্ট ডিউটির বেতন সরকার শ্রমমন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের ৮০% থেকে ৯০% শতাংশ পে করেন। যাতে করোনার জন্য কোন প্রতিষ্ঠান তার স্টাফদের কাজ থেকে ছাঁটাই না করেন তার জন্য সরকার এই আপোদকালীন সময়ে নিজের থেকে অর্থ মন্জুরী দিচ্ছেন।
গত মে মাস থেকে এই স্বল্প সময়ের কাজ শুরু হয়েছে,তবে মাঝে অনেক প্রতিষ্ঠান এই স্বল্প সময়ের কাজ থেকে এক বা দুই মাসের জন্য বেড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে করোনার সংক্রমণ বৃদ্ধি, লকডাউন ও নানাবিধ বিধিনিষেধের পর বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় স্বল্প কাজে ফিরে যায়। সরকার এই.স্বল্প কাজের জন্য জরুরী করোনার বাজেট থেকে ৩২ বিলিয়ন ইউরো প্রদান করেছেন। শ্রমমন্ত্রী বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানকে উপলক্ষ্য করে বলেন,স্বল্প সময়ের কাজের এই ৪র্থ ধাপের পরে, ধীরে ধীরেই সকলের স্বাভাবিক কাজে ফিরে আসা উচিৎ। তিনি বলেন,”আমি মনে করি যতক্ষণ আমাদের দেশে করোনার সংক্রমণের বড় আকারের ঝুঁকি থাকবে ততক্ষণ এই স্বল্প সময়ের কাজের প্রয়োজন আছে।” তিনি আশা করে বলেন,জুন মাসের পর হয়তোবা আমাদের আর স্বল্প সময়ের কাজের দরকার হবে না।
তিনি আরও জানান স্বল্প সময়ের কাজের এই ৪র্থ ধাপে কর্মীদের বেতন নীট আয়ের প্রতিস্থাপনের হার ৮০ থেকে ৯০ শতাংশ অপরিবর্তিত রয়েছে। কাজের ঘন্টা সাধারণত ৩০ শতাংশে হ্রাস করা যায় ।তাছাড়াও যে সমস্ত প্রতিষ্ঠান যা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি, তবে করোনা মহামারীর জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বা হচ্ছে,তারা কর্মীদের কাজ ৩০% শতাংশ পর্যন্ত সামাজিক অংশীদার চুক্তির সাথে তার কর্মীদের কাজের কর্মক্ষমতা হ্রাস করতে পারবে।
“২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত আমরা এই রকম ব্যতিক্রমের বিষয়েও একমত হয়েছি, যার ফলে গড় কাজের পারফরম্যান্স কম করে কমপক্ষে দশ শতাংশ করা সম্ভব । ইউনিয়নগুলির সাথে আলোচনায় এপ্রিল থেকে কীভাবে বিষয়গুলি চলতে থাকবে তা দেখানো হবে এটি এখন শুরু হচ্ছে “। সংবাদ সংস্থা এপিএর অনুরোধে শ্রম ইউনিয়নের মুখপাত্র তানজা গ্রুবার একথা জানিয়েছেন। করোনার স্বল্প সময়ের কাজটি বাড়ানো হয়েছে এ কারনে যে,যারা করোনার জন্য কর্মহীন হয়েছেন তাদের আরও প্রশিক্ষণ অব্যাহত থাকবে। বিভিন্ন সংস্থাগুলি যদি তাদের কর্মচারীদের স্বল্প সময়ের কাজের জন্য যোগ্য করে তুলতে দেয় তবে তারা শ্রম পরিষেবা সার্ভিস (AMS) থেকে বেকার ভাতা বাবদ বেতনের শতকরা ৬০% করে পাবে। তবে যতক্ষণ লকডাউন বা করোনার পরিস্থিতি ঝুঁকিপূর্ণ রয়েছে ততক্ষণ এই স্বল্প সময়ের কাজ চলবে। যদি নির্দিষ্ট সময়ের পূর্বে পরিস্থিতির উন্নতি হয়,তাহলে স্বল্প সময়ের কাজ থেকে ধীরে ধীরে ফিরে আসতে হবে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৭৩৫ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৩০ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩৯৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩৪৪ জন,Steiermark রাজ্যে ২৮৬ জন,OÖ রাজ্যে ১৯৭ জন,Kärnten রাজ্যে ১৫১ জন, Salzburg রাজ্যে ১৪৩ জন,Tirol রাজ্যে ১১৭ জন, Burgenland ও Vorarlberg রাজ্যে ৪৯ জন করে নতুন করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৭,৮৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,২৯০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,১৫,২২১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৪,৩৬৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৬৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩৫২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস